জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর (জাবি) সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা যায়, বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় তাকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এসময়  উপস্থিত শিক্ষার্থীরা তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ শামীম মোল্লাকে আটক করে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।পুলিশ ও নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।