ক্লাস করতে এসে আটক রাবির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ হাতে সোপর্দ করে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এ ঘটনা ঘটে।
আটক হওয়া ছাত্রলীগ নেতা হলেন ইনজামামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং মতিহার হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিল।
তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ভাস্কর সাহার অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সিট বানিজ্য, মাদক ব্যবসা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জড়িত থাকার অভিযোগ ছিল।
এর আগে গত ১৩ আগষ্ট মতিহার হলের তার ২২২ রুম থেকে ৮টা ধারালো দেশীয় অস্ত্র, রড, লোহার পাইপ পাওয়া যায়।
রাবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ ইবনে ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  একজন ছাত্রলীগের নেতা ধরার খবর দিলে  আমরা গেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জুবেরী মাঠে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে পুলিশ মতিহার থানায় পুলিশ হেফাজতে আছে।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ধরা হয়েছে বর্তমানে তাকে মতিহার থানায়  রয়েছে। এখনো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিরুদ্ধে এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাইনি। তবে কোনো অভিযোগ প্রমাণিত হলে  প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।