মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে হাসি

হাসি আমাদের মানসিক, আবেগিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক চাপ, ব্যথা বা ইমিউন সিস্টেমের দুর্বলতা অনুভব করলে প্রতিদিনের জীবনে হাসি অন্তর্ভুক্ত করা একটি কার্যকর সমাধান হতে পারে। নিজের স্বাস্থ্য ভালো রাখতে কেন হাসি গুরুত্বপূর্ণ, হাসির উপকারিতা কী, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।

যুক্তরাষ্ট্রের বোস্টনের কার্বন হেলথের চিকিৎসক মাইকেল রিচার্ডসন বলেন, স্বাস্থ্য ভালো করার লক্ষ্যে জীবনযাপনের কথা আসলে মানুষ হাসির উপকারিতা স্বীকার করতে চায় না। তিনি এক গবেষণার কথা উল্লেখ করে বলেন, হাসি মানসিক চাপ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং ব্যথা লাঘব করতে পারে।

ডা. রিচার্ডসন বলেন, ‘সাধারণত আমরা শারীরিক ব্যায়ামের জন্য সময় নির্ধারণ করি। তেমনি প্রতিদিন বা সাপ্তাহিক রুটিনে হাসির জন্য সময় নির্ধারণ করাও উপকারী হতে পারে।

রুকস কাউন্টি হেলথ সেন্টারের চিকিৎসক বেথ অলার বলেন, হাসি শরীরের প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম সক্রিয় করে। এটি আমাদের শরীরকে শান্ত করে। এছাড়া এটি স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, ফলে মানসিক চাপও কমাতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, হাসি আর্টারি প্রদাহ কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।