রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র দুদিন বাকী। আসন্ন ২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ। প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় রাসিকের ২৮ নং ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীকের তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবক কাউন্সিলর প্রার্থী মোঃ আব্বাস উদ্দিন আব্দুল্লাহ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে ওয়ার্ডের কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। প্রচার মিছিলটি যেনো জনসমুদ্রে পরিনত হয়। সোমবার (১৯ জুন) বাদ আসর মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। ওয়ার্ডে তিনি সমাজসেবক হিসেবেই পরিচিত। তিনি তার বিভিন্ন সমাজসেবক মুলক কাজের জন্য ২৮নং ওয়ার্ডের ভোটারদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।