রাসিকের ২৬ নম্বর ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাজশাহী নগরীর জামালপুর এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থীর কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমান কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েলের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আরেক প্রার্থী আক্তার আহমেদ বাচ্চু। তারা দুজনেই আওয়ামী লীগের নেতা। তাদের মধ্যে বাচ্চু ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাচ্চু অভিযোগ করেন, নগরীর জামালপুর এলাকায় তার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেন বর্তমান কাউন্সিলর ও প্রার্থী কোয়েলের লোকজন। গত কয়েকদিন ধরেই কোয়েলের লোকজন তাকে নানাভাবে হুমকি-ধমকিও দিয়ে আসছিলেন। এরই মধ্যে আজ শনিবার বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে ‍যায়। এতে গোটা ক্যাম্পটিই পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে অপরপ্রার্থী বর্তমান কাউন্সিলর কোয়েল দাবি করেন, তাকে ফাঁসানোর জন্যই বাচ্চুর লোকজনই নবনির্মিত কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এর সঙ্গে কোয়েলের লোকজন জড়িত নয়। জানতে চাইলে নগরীর চন্দ্রিমা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’