রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজশাহী নগরীর বর্ণালি মোড় থেকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

বরের থানার ওসি মেহেদী মাসুদ জানান সেন্টুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সেন্টু আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।