রাজশাহীতে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা বিএনপি। আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির উদ্যোগে রাজশাহীর নেসকো অফিসের সামনে বিএনপির নেতৃবৃন্দ অবস্থান করেন। এসময় বিএনপির নেতারা বলেন, বিদ্যুৎ খাতে নজির বিহীন দুর্নীতি হয়েছে। যার কারণে সারাদেশে আজ বিদ্যুতের বিপর্যয় দেখা দিয়েছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার নামে এখন গ্রাহকদের সাথে প্রতারণা করছে। বিএনপি অবিলম্বে অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জোরালো আহবান জানান। অবস্থানের শেষে বিএনপির নেতৃবৃন্দ নেসকোর সচিব সালমা খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, সিরাজুল ইসলাম, আলি হোসেনসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে আগে থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিদ্যুৎ অফিসের সামনে।