রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড় রেল গেট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়া এক ব্যক্তি রামেক হাসপাতালে মারা গেছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮:১০ মিনিটে ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ নিহতের নাম আনারুল ইসলাম (৩৫)। সে তানোর থানার চিনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশাগতভাবে সে কৃষি শ্রমিক। আনারুল ইসলাম নিজ গ্রামের বাড়ি চিনাপাড়া গ্রাম থেকে ধান কাটা কাজের উদ্দেশ্যে খুলনায় যাচ্ছিলেন বলে জানান তার মা নূরজাহান বেগম(৫০)। বর্ণালী মোড়ের প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী অভিমুখী একটি লোকাল ট্রেনের ছাদ থেকে ইলেকট্রিক তারে বেঁধে আনারুল পড়ে যায়। সেখান থেকে পথচারীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী রেলওয়ে থানার ডিউটি অফিসার আবু শাহাদাত বলেন, নিহতের বাবা জলিল উদ্দিন থানায় লিখিত জানালে, একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।