বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন, জ্বালানি অধিকার নিশ্চিতকরণ এবং নীতি নির্ধারক হিসেবে নারীর ভূমিকা মূল্যায়নের দাবীতে রাজশাহীতে এক ব্যতিক্রমী প্রচারাভিযানের আয়োজন করা হয়। পরিবর্তন , ক্লিন (কোস্টাল লাইভ্লিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক) ও বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট) -এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সারাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে নারীদের জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। তারা জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং সকল স্তরে জ্বালানির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে।
দিবসটি উপলক্ষে রাজশাহীতে কর্মরত স্বেচ্ছাসেবি সংগঠন গুলোর উদ্যোগে মহানগরীর আলুপট্টি থেকে র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর সাহেব বাজার গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তন এর পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিল সিতারা চুনি, উন্নয়ন কর্মী তাহেরা খাতুন, সোমা হাসানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তাগণ বলেন, নারীরা আর পিছিয়ে নেই পুরুষের পাশাপাশি জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা সহযাত্রী হিসেবে কাজ করছে। এজন্য নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিতে সরকারকে বিভিন্ন ধরনের কাজে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। তারা জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং সকল স্তরে জ্বালানির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে।