মোহনপুরের করিশা গ্রামে বিপ্লব হোসেন নামে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ধোপাঘাটা কলেজের ছাত্র এবং করিশা গ্রামের আলম হোসেনের ছেলে। রোববার বিকেলে (১ সেপ্টেম্বর) বাড়ির পাশেই পান বরজে কাজ করার সময় তিনি বজ্রপাতে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এরপর চিকিৎসাধিন অবস্থায় সন্ধার দিকে তার মৃত্যু হয়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।