বগুড়ায় থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার জাবারীপুর বাজার এলাকায় ঘটে। পরে স্থানীয় বাঁশ ঝাড় থেকে হ্যান্ডকাফ উদ্ধার করে স্থানীয়রা।
ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে শনিবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হান্নান জানিয়েছেন।
ছিনিয়ে নেয়া আসামি ফারুক হোসেন (৪০), সে শিবগঞ্জ থানাধীন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও মোকামতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও মামলার আসামি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে অভিযান চালায় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও পুলিশ সদস্যরা। পুলিশ ইউপি আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে গ্রেপ্তারের সময় ওই এলাকার স্থানীয় বিএনপি নেতা ফারুক নিজে পুলিশের হাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি ফারুক হোসেনকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়েছেন। আরও জানা যায় ছিনিয়ে নেবার কিছুক্ষণ পড়েই স্থানীয় ওই বিএনপি নেতা ফারুক হ্যান্ডকাফ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে আমার থানা ও ফাঁড়ির ফোর্স ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যান। তখন কিছু লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো। পরে স্থানীয় বাঁশ ঝাড় থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
বিএনপি নেতা ফারুকের কাছে থেকে হ্যান্ডকাফ উদ্ধার বিষয়ে জানতে চাইলে কোনোই উত্তর দিতে পারেননি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হান্নান।
এ বিষয়ে বিএনপি নেতা ফারুকের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।