পরীক্ষা দিতে এসে পিটুনি খেলেন ছাত্রলীগের কর্মী

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকেকারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, কারাগারে যাওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তার বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন শিহাব।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ কর্মী শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। আজ সকাল ১০টায় মেডিকেল কলেজের গেটে দেখে শিহাবকে দেখে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।