নগরীতে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছেন । আজ রোববার বিকেল ৫ টার দিকে মহানগরীর হেতমখাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় , সাহাবুল বিকেলে গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে গেলে সেখানে আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হয়। পরে তাকে সহপাঠি ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে।