আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদন্তাধীন মামলার অগ্রগতিসহ বিবিধ বিষয়ে বিশেষ মহানগর পুলিশের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় আরএমপি’র সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জসহ সাব-ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সভায় আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদন্তাধীন মামলার অগ্রগতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ কমিশনার উপস্থিত আরএমপি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।