রুয়েটের বেশকিছু অসচেতনতা এবং অনিয়মের বোঝা কাঁধে নিয়ে দুই বছরে পাঁচ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রশাসরে গাফলতি আর অনিয়মের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন রুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রুয়েট শহীদ মিনার চত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়মের কারণে অকাল মৃ-ত্যু বরণ করে নিয়েছে উক্ত প্রতিষ্ঠানেরই কিছু মেধাবী তরুণ। এই অনিয়মের সংশোধন ও দায়বদ্ধতা এড়িয়ে কর্তৃপক্ষ নিশ্চিন্ত নিদ্রায় গেলেও রোজ সন্তান হারানোর বেদনায় বিনিদ্র রাত্রি কাটে ছেলে হারানো পরিবারগুলোর। সংশোধন তো আসেই না, বেড়ে চলে মৃ-ত্যু মিছিল! দুই বছরে পাঁচটি আত্ম-হত্যার ঘটনা ঘটেছে।
এই ধারাবাহিকতা নস্যাৎ করতে এবং কিছু স্বার্থান্বেষী শিক্ষক নামে দানবের থাবা থেকে রক্ষায়, বর্তমান এবং পরবর্তী রুয়েটিয়ান প্রজন্মের কল্যাণে শিক্ষার্থীরা নানা দাবি উত্থাপন করেছেন। দাবি সমূহ –
১। দ্রুত পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করতে হবে, যাতে মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয়।
২। সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশীট দ্রুত প্রকাশ করতে হবে এবং খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে।
৩। রেগুলার ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে; ৩-৪ দিনের ক্লাস নিয়ে পুরো সেমিস্টারের উপস্থিতি গণনা করা যাবে না।
৪। প্রতি সপ্তাহে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে, যা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে।
৫। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করার কথা থাকলেও চার্জশিট প্রদান করা হয়নি এবং রুয়েট ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
৬। ইচ্ছাকৃত’ভাবে পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য করার দায়ে রিপন সহ অভিযুক্ত সকল শিক্ষকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৭।শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে এবং তাদের কার্যক্রমের মূল্যায়ন ও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে।
৮। অনতিবিলম্বে জমাকৃত ১২ দফার বাস্তবায়ন করতে হবে।
আমরা, রুয়েট’২২ সিরিজ সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আগামীকাল ১৫’ই জানুয়ারি, ২০২৫ সকল ক্লাস এবং পরীক্ষা বর্জন করে উক্ত দাবিগুলো পূরণে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবো। এবং উক্ত দাবিসমূহ পূরণের পূর্বে আমরা কোনো ধরণের ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করবো না।
এই সমাবেশে ২২ সিরিজের প্রত্যেকের উপস্থিতি একান্ত বিবেচনায় কাম্য।
একই সাথে, দৃষ্টি আকর্ষণ করছি রুয়েটে বর্তমান অন্যান্য সিরিজ-সমূহের। আমাদের এই ন্যায়-সঙ্গত দাবি আদায়ে এবং আমাদের সকলের কল্যাণে তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।