রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র দুদিন বাকী। আসন্ন ২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ। প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় রাসিকের ২৮ নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবক কাউন্সিলর প্রার্থী মোঃ আশরাফুল হাসান বাচ্চু প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে ওয়ার্ডের কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। প্রচার মিছিলটি যেনো জনসমুদ্রে পরিনত হয়। ২৮ নং ওয়ার্ড থেকে টিফিন ক্যারিয়ার প্রতীকে কাউন্সিলর প্রার্থী হয়েছে। সোমবার (১৯ জুন) বাদ আসর মিছিলটি কাজলা, ফুলতা নতুন বাজার থেকে শুরু হয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবক কাউন্সিলর প্রার্থী মোঃ আশরাফুল হাসান বাচ্চু ওয়ার্ডে জনপ্রিয়তার এরই ধারাবাহিকতায় তাঁর আজকের প্রচার মিছিলটি ছিলো এযাবৎ কালের শীর্ষ বড় মিছিল। ওয়ার্ডে তিনি সমাজসেবক হিসেবেই পরিচিত। তিনি তার বিভিন্ন সমাজসেবক মুলক কাজের জন্য ২৮নং ওয়ার্ডের ভোটারদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। কাউন্সিলর প্রার্থী মোঃ আশরাফুল হাসান বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডটি হবে রাজশাহী সিটি’র মধ্যে সর্বাধুনিক ডিজিটাল ওয়ার্ড। ওয়ার্ডবাসীর প্রতিটি সেবা পৌছে যাবে তাঁদের ঘরে। ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাসমূহ প্রদানসহ উন্নত নাগরিক সেবা কমিটির মাধ্যমে ওয়ার্ড নগরায়ন সৃষ্টিতে কাজ করবো। কাউন্সিলর নয় একজন জনসেবক হিসেবে ওয়ার্ডবাসীর প্রতিটি কথার মূল্যায়ন হবে। মোঃ আশরাফুল হাসান বাচ্চু মতো তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবককে এবার তাঁরা নির্বাচিত করতে চায়। তাদের দাবি সুষ্ঠু ভোট হলে ব্যাপক ভোটে নির্বাচিত হবেন টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ আশরাফুল হাসান বাচ্চু।