দীর্ঘ ১৪ বছর পর ২৩ নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে আজ হতে চলেছে চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলন। সম্মেলন সফল ও সার্থক করতে দিনরাত কাজ করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের অপর ৬ জন প্রার্থীরা ছুটে চলেছেন জেলার ৮০৮ জন কাউন্সিলর ভোটারদের কাছে। সমর্থন চাচ্ছেন সকলের নিকট। সাধারণ সম্পাদক পদে ১ জন ও সাংগঠনিক পদে ৩ জন নির্বাচিত হবেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলায় অনুর্ধ্ব ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অবশিষ্ট নেতা পরবর্তীতে নির্বাচিত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরী চত্বরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে হাজী মোজাম্মেল হক সভাপতি ও সহিদুল ইসলাম বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালে মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক ও শরীফুজ্জামান শরীফকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরীতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম। গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে এ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলা শহর, শহরতলী ও গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সকলে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে দোয়া ও সমর্থন চাচ্ছেন। বিশেষ করে পোস্টার, ছোট-বড় বিলবোর্ড, ব্যানারে ছেয়ে গেছে চুয়াডাঙ্গা শহর। রাস্তার মোড়ে মোড়ে সাঁটানো বিভিন্ন ব্যক্তিগত পোস্টার-বিলবোর্ড-ব্যানার। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহীদ হাসান চত্বর, চৌরাস্তার মোড়, স্টেশন রোড, কলেজ রোড, রেলবাজার, টাউন ফুটবল মাঠ, নতুন বাজার, হাসপাতাল রোড, হাসপাতাল চত্বরসহ বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে পোস্টার, বিলবোর্ড ও ব্যানার।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সভাপতিত্ব করবেন বিএনপি’র চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-ট্রেজারার মাহমুদ হাসান খান বাবু। সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।