সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পুকুরে গিয়ে মাছ ধরতে না পারায় আফসোস করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ আফসোসের কথা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে ছবি দিয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া লেখেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে। বি.দ্র: বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’ এরপর পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।’
উল্লেখ্য, একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যা করে শেখ হাসিনা পালিয়ে যান। এরপর গণভবনে ঢুকে পড়ে হাজারো জনতা। তারা গণভবনে ভাঙচুর ও লুটপাট করে।
ভাঙচুরের শিকার গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।