মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ২২ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদির একটু সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব নেতাকর্মীদের নিয়ে ফিরছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক তাকে প্রেস ব্রিফিংয়ের জন্য আহ্বান জানালে তিনি ব্রিফিংয়ের উদ্দেশে যান।
সে সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে মাটিতে বসে পড়েন তিনি। একপর্যায়ে তীব্র রোদ এবং গরমে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। এর কিছুক্ষণ পর নেতাকর্মীরা ধরাধরি করে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।