‘শেখ হাসিনা ফেরাউনের মতো শাসন কায়েম করার চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন আজীবন ক্ষমতায় টিকে থাকবেন। তাই তিনি মানুষ হয়েও মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিলেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি আমার আল্লাহ চাইলে যেকোনো সময় যে কাউকে ওপরে উঠাতে এবং নিচে নামাতে পারেন,’ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একার কৃতিত্ব নয়। এ অর্জন এসেছে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে। তাই এ অর্জন ধরে রাখতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যে যেই ক্ষমতা পান না কেন, নিজেকে সেবক মনে করতে হবে। কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। মানুষের ভেতর যখন অহংকার বাসা বাঁধে, তখন সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে।’ ৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।