ব্যানার এবং ফেস্টুন তৈরীতে আমার ছবি ব্যবহার বিব্রতকর: নাহিদ ইসলাম

ব্যানার এবং ফেস্টুন তৈরী নিজের ছবি ব্যবহার করা খুবই বিব্রতকর বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন,“ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরী করা হচ্ছে। যেটা আমার জন্য খুবই বিব্রতকর।”

পোস্টে তিনি বলেন,“আমরা সকলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরী করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন,“এ ছাড়াও ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”