খাগড়াছড়ি-রাঙামাটিতে অস্থিরতায় তৃতীয় কোনও পক্ষের ইন্ধন আছে কি-না, তা জানেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রামে অন্য কোনও দেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে কি-না। এ ধরনের কোনও ভাষ্য আপনাদের কাছে আছে কি-না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এটিকে আমাদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখছি। সেটা সমাধানের চেষ্টা করছি। আজ তিনজন উপদেষ্টা সেখানে গেছেন। তারা চেষ্টা করছেন, আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যেন শান্তি বজায় থাকে।
যাতে আর সংঘাত না বাড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করা হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করেছি, সমস্যা সমাধান করতে। আশা করি, এটাতে আমরা সফলতা অর্জন করবো। তিনি আরও বলেন, সেখানে যারাই আহত-নিহত হয়েছেন, তারা আমাদের মানুষ। একইসঙ্গে এটাও সিদ্ধান্ত আছে, যারা জড়িত বলে প্রমাণিত হবে, কোনও অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের অবস্থান। সরকার ঐকান্তিকভাবে চাইছে এই সংকটের সমাধান করতে। তৃতীয় পক্ষের ইন্ধন আছে কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এর উত্তর আমি দিতে পারবো না, কারণ কোনও ইন্ধন আছে কি-না, আমি জানি না।