পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাতও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ফখরুল বলেন, ‘আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানও একই রাজনীতি করেছেন। কিন্তু বর্তামানে ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটা চক্রান্ত শুরু হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তবে যা ঘটেছে রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়।’ পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। সেখানেও একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও আমাদের অবশ্যই রুখতে হবে।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাশাপাশি সব ধর্মের লোক দাঁড়িয়ে। আবারও পাশাপাশি দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। যারা চক্রান্ত করছে তাদের আবারও পরাজিত করতে হবে।’