প্রয়োজনে না খেয়ে থাকব, তবুও ভারতে ইলিশ পাঠাতে দেব না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, মহানবী (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত কটূক্তি করবে আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন; তা আমরা হতে দেব না। এতে যদি দেশের অর্থনীতিতে প্রভাব পরে তাহলে না খেয়ে থাকবো, প্রয়োজনে মানুষ পেটে পাথর বাধবে; তবুও ইলিশ পাঠাতে দেব না।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি কলেজ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের প্রতিবাদে খেলাফত মজলিশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে
মামুনুল হক বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল জনতাকে শোষণ ও প্রতিশোধ নেওয়ার রাজনীতি। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার রাজনীতি।
খেলাফত মজলিশের মহাসচিব বলেন, তিনি (শেখ হাসিনা) মনে করেছিলেন— ভারত পাশে থাকলে আর কেউ তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে না। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে জুলুমকারী বেশিদিন জুলম করে টিকে থাকতে পারেনা।
গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদুল হক আযীযীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফতে মজলিসের যুগ্ম-আহ্বায়ক জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীনসহ আরও অনেকে