নাটোরের বড়াইগ্রামে উদ্বোধনের আগেই জামায়াত অফিস ভাঙচুর করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি হাসিনুর রহমানের নেতৃত্বে চান্দাই ইউনিয়নের দিয়াড় গাঁড়ফা লেদ মোড়ে অবস্থিত অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার চান্দাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দিয়াড় গাড়ফা লেদ মোড়ে একটি অফিস করার উদ্যোগ নেন নেতাকর্মীরা। কিন্তু তার বিপরীত পাশে বিএনপি নেতা হাসিনুর রহমান মাষ্টারের একটি অফিস থাকায় তিনি জামায়াত অফিস করতে বাধা দিয়ে আসছিলেন। সেই বাধা উপেক্ষা করে গতকাল মঙ্গলবার অফিস উদ্বোধনের প্রস্তুতি নেয় জামায়াত। এতে ক্ষুব্ধ হয়ে হাসিনুর রহমান তার সমর্থকদের নিয়ে সেখানে হামলা চালায়। উদ্বোধনের অপেক্ষায় থাকা অফিসের আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চান্দাই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুর আলম বলেন, ‘তারা সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের অফিস ভাঙচুর করেছে। আমরা এর বিচার চাই। ’
চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, পাশাপাশি অফিস করা নিয়ে আপত্তি ছিল এবং সে কারণেই জামায়াত অফিস ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।