আহ্ববায়ক হাসনাত, বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কমিটিতে আরো যারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকে দেশব্যাপী সুসংঘটিত করতেই এই কমিটি বলে জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম। চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সমন্বয়ক আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সারজিস। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানিয়েছেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা প্রদান ও সারাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অর্গানোগ্রাম ঘোষণার উদ্দেশ্যে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।