ঢাকার সাভারে একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামিনে বের হয়ে আসা আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে।
আহতরা হলেন- সাভার উপজেলার হেমায়েতপুরের যাদুরচর এলাকার মোসা. সেলিনা আহমেদ (৫২), তার ছেলে আহমেদ সানি (২৯), ভাই মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. শাহীন মাহমুদ (৩৭) এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম (১৭)।
এর মধ্যে, আহমেদ সানিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ও অন্যদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, রবিবার বিকেল ৫টার দিকে হেমায়েতপুরের জাদুরচর পশ্চিমপাড়ায় অবস্থান করছিলেন সেলিনা আহমেদ। এ সময় আগের একটি হত্যা মামলার সাক্ষী হওয়াকে কেন্দ্র করে জামিনে মুক্ত হওয়া আসামি রকিবুল ইসলাম ফয়সাল (২৮) ও তার বাবা কিয়াম উদ্দিনের (৫৮) সহযোগিতায় রিপন (২৮), জিয়া (৪৬), সুজন (২০), জাহাঙ্গীর আলম (৩৬), আশরাফুল ইসলাম (১৯), রাফিউল ইসলাম (২০), মুরাদ হোসেনসহ (২৮) আরো ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সেলিনা আহমেদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাঁ হাত জখম হয়। বিষয়টি দেখতে পেয়ে তার ছেলে সানি, ভাই ফারুক, দেলোয়ার, শাহীন ও ভাতিজা আবিদ এগিয়ে গেলে তাদেরও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সেলিনা আহমেদ বলেন, ‘‘হেমায়েতপুরে সাহাবুদ্দিন হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে এসেছেন। ওই মামলার সাক্ষী আমার ছেলে আহমেদ সানি ও ভাই মো. শাহীন। এ কারণে তারা আমাদের কুপিয়েছে।’’
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’