শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধীদের বিক্ষোভ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত সপ্তাহে পর পর তিন দিন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এক দিন বিরতি দিয়ে শনিবার (৬ জুলাই) আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শেষে শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা৷ এর আগে শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজ, নীলক্ষেত মোড় হয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান গ্রহণ করেন।