বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মিজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মহানগর জাতীয় শ্রমিক লীগের সম্পাদকীয় পদে রয়েছেন। রংপুর সিটি করপোরেশনের পরপর দুবারের নির্বাচিত কাউন্সিলর এবং আওয়ামী কাউন্সিলর পরিষদের নেতাও ছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলা তদন্তে রংপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুর নাম এসেছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন।