টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। এরপর থেকে স্বেচ্ছায় তিনি জাতীয় দলের বাইরে আছেন। দলের সঙ্গে না থাকলেও ক্রিকেটীয় কারণেই ভারতে অবস্থান করছেন দেশসেরা এই ওপেনার। বাংলাদেশ-ভারত সিরিজে সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন তামিম। অতীতেও তাকে ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন হাতে দেখা গেছে। তবে এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে তাকে দেখা গেল। এবারই প্রথম চুক্তিবদ্ধ হয়ে ধারাভাষ্য দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। এজন্য তিনি অনলাইন কোর্সের পাশাপাশি অফলাইনেও ক্লাসও করেছেন। ২০২২ বিপিএলে প্রথম ধারাভাষ্য দিয়েছিলেন। এরপর গত বছর মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে অতিথি ধারাভাষ্যকার হিসেবে প্রায় ১০ মিনিট ছিলেন। খণ্ডকালীন সেই অভিজ্ঞতার পর পুরো ম্যাচেই তামিম ধারাভাষ্য কক্ষে থাকবেন। চেন্নাই টেস্টে আতহার আলী খান, হার্শা ভোগলে ও দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন।