ধর্ষণচেষ্টার অভিযোগ: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতে ওই কিশোরী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ওই কিশোরী। কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠে সে। এ সময় অটোরিকশাটিতে আরো দুই যুবক উঠে। কিন্তু, অটোরিকশাটি কিশোরীর বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে যায়। ভুল পথ দেখে কিশোরী অটোরিকশা থামাতে বলে। কিন্তু, চালক না থামিয়ে চলতে থাকেন। একপর্যায়ে দুই যুবক কিশোরীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী অটোরিকশা থেকে লাফ দেয়। এতে তার এক চোখের অংশ, মুখ ও হাত থেঁতলে গেছে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’’