দেশত্যাগের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আটক করেন। তিনি ঠিক কোথায় যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
রনি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
তিনি জানান, চট্টগ্রামে ছাত্র আন্দোলনের সময় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় ছাত্রলীগ নেতা রনির নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এতে অনেকেই হতাহতের ঘটনা ঘটে। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর দেশত্যাগের খবরে রনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।