চতুর্থ ধাপে কত শতাংশ ভোট পড়েছে, জানালেন সিইসি

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩৪ দশিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ভোট নিয়ে কমিশন সন্তুষ্ট। কারণ এবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বড় ধরনের কোনো সহিংসতা নেই।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ৬০ উপজেলায় ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইনসিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে।

চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরু হয় আজ সকাল ৮টায়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। ফলের অপেক্ষায় আছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

৬০ উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। ৬০টি উপজেলায় ১ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ৮ মে উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ৯ জুন পঞ্চম ধাপে ২০ উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে।