পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
দুদককে গতিশীল করতে ৪৭ সুপারিশ সংস্কার কমিশনের
আহতরা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি’র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)।
শান্তিময় চাকমা বলেন, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে আদিবাসী ছাত্র-জনতা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সাবরেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।