ফিলিপাইনের আলোচিত তারকা লভি পো। তিনি একই সঙ্গে কণ্ঠশিল্পী, গীতিকবি, লেখক, মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
তারকা খ্যাতি নিয়ে লভির কোনোই আপত্তি নেই। কিন্তু তাকে কেউ ‘হলিউড অভিনেত্রী’ বলে উল্লেখ করলেই তার সবসময় অস্বস্তি লাগে বলে তিনি জানিয়েছেন।
মূলত, হলিউড সিনেমায় অভিনয়ের পরও ‘হলিউড অভিনেত্রী’ বলা নিয়ে আপত্তি ছিল তার। তবে, ঠিক কী কারণে তাকে হলিউড অভিনেত্রী বলা যাবে না, তা নিয়ে যদিও আগে তিনি কিছু বলেননি।
কিন্তু এত বাধা নিষেধের পরেও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে শুরু করে দর্শক-অনুরাগীরা তাকে সেই ‘হলিউড অভিনেত্রী’ হিসেবেই আখ্যা দিতে পছন্দ করেছে বারবার। তাই পরিশেষে সবার কাছে হার মানতে হলো লভি পোকে।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে লভি বলেছেন, ‘‘আমি সবসময় নিজেকে সাধারণ একজন অভিনেত্রী মনে করি। সে কারণেই চাইনি, যেকোনো জায়গায় আমাকে হলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হোক। হলিউড সেই জায়গা, যেখানে প্রতিটি কাজ এমন সুষ্ঠুভাবে করা হয়, যা অনায়াসে বিশ্বের অন্যান্য সিনেমার সঙ্গে পার্থক্য গড়ে দেয়। সেখানে যারা কাজ করে খ্যাতি অর্জন করেছেন, তাদের কাতারে পৌঁছে যাওয়া এতটা সহজও নয়। তাই যখনই আমাকে হলিউড অভিনেত্রী বলা হবে, তখন তা হবে সেইসব খ্যাতিমান তারকার সঙ্গে তুলনায় নিয়ে যাওয়া। সত্যি এটি আমি এখনও মনে করি না। খ্যাতিমান হলিউড অভিনেত্রীর কাতারে পৌঁছাতে পারিনি বলেই মনে করি। কিন্তু দেখা গেছে, আমার অস্বস্তির পরও সবাই আমাকে হলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেরিতে হলেও বুঝেছি, ফিলিপাইনের জনসাধারণ মূলত আমার এই পরিচয় দিতে খানিকটা গর্ববোধ করেন। তাই অনেকে মুখে ‘হলিউড অভিনেত্রী’ কথাটা শুনতে শুনতে আগের সেই অস্বস্তুও কাটিয়ে উঠেছি।’’
এ মুহুর্তে লভি পো হলিউড সিনেমা ‘দ্য চেলসি কাউবয়’ ও ‘ব্যাড ম্যান’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য, চলতি বছর তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন গ্যারি এ. ব্রাউন পরিচালিত ‘এসএইচআইএলডি’ অভিনয়ের জন্য।
এছাড়া লভি পো ফিলিপাইনের ‘সানা দাতি’, ‘সিজনস’, ‘দ্য এসকর্ট’, ‘হিন্দি তাইও পওয়েদে’, ‘ও মাই লাভ’, ‘সামওয়ান টু ওয়াচ এভার মি’, ‘বিউটিফুল স্ট্রেঞ্জারস’, ‘দ্য ওয়ান দ্যাট গট অ্যাওয়ে’সহ আরও বেশ কিছু সিনেমা ও টিভি ও ওয়েব সিরিজে অভিনয় করেও বিভিন্ন সময়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।