সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, প্রশ্ন জিতের

কয়েক দিন আগে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী। প্রতিবাদ জানিয়ে গতকাল রাতে মিছিল নিয়ে রাজপথে নামেন নারীরা।

কলকাতার তারকা অভিনয়শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা। এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক জিৎ। প্রশ্ন তুলেছেন— সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি?

বুধবার (১৪ আগস্ট) জিৎ তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ চিত্রনায়ক লেখেন, ‘আগামীকাল স্বাধীনতা দিবস। কিন্তু কিছু সময়ে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি? কেন আজও সমাজে নারীদের নিশানা করা হয়? এখনো কেন নারীর ওপরেই এমন মর্মান্তিক অত্যাচার করা হয়? এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসেবে আমাদের ঠিক কী করা উচিত?’

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জিৎ লেখেন, ‘আমি কল্পনাও করতে পারছি না, মেয়েটি কী ভয়ংকর যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। ওর পরিবার এখন কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কোনোভাবেই ওদের যন্ত্রণা বলে বোঝাতে পারব না। আরজি কর হাসপাতালে যা হয়েছে, তা দেখে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত। নতুন ভারত গড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নারীর সুরক্ষা। আইন ও প্রশাসনের সঙ্গে যুক্ত সকলকে অনুরোধ করব, এই ঘটনার যেন সুবিচার হয়। অপরাধীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’