পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি।
কয়েক দিন আগে ‘আলামি উর্দু কনফারেন্সে’ যোগ দেন মাহিরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসীম বাড়ামি ও তাবিশ হাশমি। সঞ্চালকের প্রশ্নের জবাবে সেখানে ‘বলিউড বাদশা’র বিষয়ে নিজের অস্বস্তির কথা জানান মাহিরা খান।
শাহরুখ প্রসঙ্গে অস্বস্তি কেন হয়, তার কারণ ব্যাখ্যা করে মাহিরা খান বলেন, “যখন কেউ তাকে (শাহরুখ) নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আর তখনই মানুষ বলতে থাকেন ‘সে (মাহিরা) তার সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে।’ এ কারণেই আমি বলি, তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না। এরপর তারা বলেন, ‘তার (শাহরুখ) সম্পর্কে সে কথা বলতে চায়।’ অথচ আমি নিজে থেকে কথা বলা শুরু করি না।”