বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এতে ৩০ বছরের ছোট ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার সঙ্গে সালমান খানকে রোমান্স করতে দেখা যাবে।
পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে সালমান-রাশমিকাকে। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান?
ফিল্মিবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমার জন্য ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি) চার্জ করেছেন। অন্যদিকে, রাশমিকা মান্দানা সিনেমাটির জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
গত বছর একের পর এক হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। সরকারি ও ব্যক্তিগতভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন সালমান। হত্যার হুমকি মাথায় নিয়েই ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেন তিনি। কেবল তাই নয়, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরেও আঘাত পান তিনি। সবকিছু মিলিয়ে এই পারিশ্রমিক সালমানের প্রাপ্য বলে মন্তব্য তার ভক্ত-অনুরাগীদের
‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সালমানের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান, রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল, শরমন জোশী, কিশোর প্রমুখ। মুম্বাইয়ে সিনেমাটির শেষ লটের শুটিং চলছে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।