চাঁদা দাবি, হত্যার হুমকির পর এবার ডিজিটাল নিরাপত্তা আইনে প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে তিনি এ মামলার আবেদন করেন। আদালত শাকিব খানের জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছেন। আরও পড়ুন: মামলা করতে আদালতে শাকিব খান শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এ তথ্য জানান। সোমবার দুপুর পৌনে ১টার দিকে মামলা করতে আদালতে আসেন শাকিব খান। গত ২৩ মার্চ চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। আরও পড়ুন: সাইবার আইনে মামলা করতে পারেননি শাকিব খান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এরপর শাকিব খান যান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। তবে মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় এদিন তিনি মামলা করতে পারেননি। সোমবার তাকে আদালতে আসতে বলেন বিচারক। আরও পড়ুন: শাকিব খানের মামলায় রহমত উল্লাহর নামে সমন জানা গেছে, এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।