মা হওয়ার খবর নাটকীয়ভাবে দিলেন অভিনেত্রী

বিয়ের ১২ বছর পর মা হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। কিছুটা নাটকীয়ভাবেই সন্তানের মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী। প্রায় এক সপ্তাহ লুকিয়ে রেখেছিলেন মা হওয়ার খবর। এবার একেবারে সন্তান কোলে সামনে এলেন রাধিকা আপ্তে। গতকাল শুক্রবার নিজের এক সপ্তাহের শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি শেয়ার করে তিনি এ খবর ঘোষণা করলেন। গত অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন রাধিকা আপ্তে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তার স্বামী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্তন পান করা সন্তানের ছবি শেয়ার করে মা হওয়ার খবর জানিয়ে দেন তিনি।

ছবির ক্যাপশনে রাধিকা আপ্তে লিখেছেন—জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদে আমার স্তনে।

আর সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিলেন #breastfeeding #mothersatwork #itsagirl #girlsarethebest❤️ #bliss @benedmusic ♥️। অর্থাৎ ফুটফুটে একটি কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাসে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা আপ্তে। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা। আর বিয়ের ১২ বছর পর কোলে এলো তাদের প্রথম সন্তান। সূত্র: যুগান্তর