বোরকা পরলেও মাহিরাকে চিনে ফেলেন ভক্তরা

শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই ব্যাপক পরিচিতি অর্জন করেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন এই তারকা অভিনেত্রী। তবে দর্শকের ভালোবাসার কারণে মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায়ও পড়তে হয় তাকে।

মাঝে মধ্যে করাচি ও লাহোরে কেনাকাটা করতে বোরকা পরে বের হন পাকিস্তানি এই তারকা। কিন্তু তারপরেও ভক্তরা তাকে চিনে ফেলেন। আর্ট কাউন্সিল করাচিতে আয়োজিত ১৭তম বিশ্ব উর্দু কনফারেন্সে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাহিরা। ‘হামসাফার’ খ্যাত তারকা মাহিরা আরও জানিয়েছেন, ভিড় এড়াতে মুখ থেকে পা পর্যন্ত বোরকায় ঢেকে বাজারে যাওয়ার পরেও খুব একটা লাভ হয় না। ভক্তরা তার কণ্ঠস্বর শুনেই তাকে চিনে ফেলেন। ফলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় মাহিরাকে।

মাহিরা বলেন, ‘‘অনেকে জিজ্ঞাসা করেন, ‘আপনি মাহিরা খান?’ আমি বলি, ‘না।’’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন মাহিরা খান।