বিরাট এক ‘কাঁঠাল’ হাতে দাঁড়িয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খবর এনডিটিভির। অভিনেত্রীর কাঁঠাল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ছবিটিকে ঘিরে যেন কৌতূহলের শেষ নেই।নায়িকার হাতে কেন কাঁঠাল সেই কারণ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে সানিয়া অভিনীত সিনেমা ‘কাঁঠাল’। আর এ কারণেই হাতে হঠাৎ কাঁঠাল নিয়ে পোজ দিতে দেখা গেছে এ অভিনেত্রীকে।ছবি প্রসঙ্গে সানিয়া বলেন, কখনও কমেডি সিনেমায় অভিনয় করিনি। সে আশা পূর্ণ হয়েছে কাঁঠাল সিনেমার মাধ্যমে। সম্পূর্ণ হাসির এই সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না আশা করি।কমেডি ড্রামা ঘরানার সিনেমাটির পরিচালক যশোবর্ধন মিশ্র। এ সিনেমায় সানিয়াকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। চলতি মাসের ১৯ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।