নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এক সময় নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও এখন অনেকটাই অনুপস্থিত। বর্তমানে রান্নার একটি অনুষ্ঠান করছেন এই অভিনেত্রী।
এক সময় ঢাকাই সিনেমার এই নায়িকার চাহিদা ছিল আকাশচুম্বী। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মীদের নিয়ে পূর্ণিমা খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এই নায়িকা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
পূর্ণিমাকে সর্বশেষ দেখা যায়, সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমায়। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ।
তা ছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটো সিনেমা। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে পূর্ণিমার বিপরীতে আছেন ফেরদৌস, অন্যটিতে তার নায়ক আরিফিন।