নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামে নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন এই পরিচালক।

শিহাব শাহীন বলেন, “একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিকভাবে জটিলতা দেখা যায়। যেমন— পরস্পরকে বুঝতে পারার ব্যাপার। মূলত, এই দিকটা উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক তেমন প্র্যাকটিক্যালও।”

নাটকটিতে আরো অভিনয় করেছেন— মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ।

নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।