চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। টাকা নিয়েও সিনেমার কাজ করেননি বলে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের- এমন দাবি নির্মাতার। তবে নেপথ্যের ঘটনা রাইজিংবিডিকে জানিয়েছেন নায়িকা ববি।
ববি বলেন, ‘যে সিনেমার সাইনিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এটা করোনার আগের ঘটনা। এরপর একাধিকবার আমার শুটিং শিডিউল নিয়েও তারা কাজ করেনি। সেক্ষেত্রে আমার করণীয় কী আছে? আমি তো শিডিউল ফাঁকা রেখেছিলাম। তারা শুটিং করেনি।’
সিনেমার শুটিংয়ের কিছু অংশ বিদেশে হওয়ার কথা ছিল বলে জানান ববি। এর মধ্যেই আদম পাচারের গুঞ্জন কানে আসে তার। ববি বলেন, ‘বারবার শুটিং ডেট নিয়ে শুটিং করেনি। এর মধ্যে আদম পাচারের কথা শোনায় আমি ভয় পেয়ে যাই। বিষয়টি জানতে প্রযোজকের সঙ্গে আলাপও করেছি।’
নির্মাতা জয় সরকারের দাবি, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
জয় সরকার বলেন, ‘বিষয়টি নিয়ে লোক মারফত ববির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আমাকে পাত্তা দেননি। আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে সকল ডকুমেন্টস দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’