গ্র্যামিতে পোশাক খুলে ফেললেন বিয়াঙ্কা, এরপর যা হলো

মার্কিন র‍্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট মানেই বিতর্ক। তার সঙ্গীরাও হন বিতর্কের অংশ। এবারও তাই হলো। গ্রামিতে এসে বিতর্কে জড়ালেন কানিয়ে ওয়েস্টের বর্তমান সঙ্গী, অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আজ সোমবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে হাজির হন কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসোরি। লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় রেড কার্পেটে ওয়েস্ট ও সেনসোরি হাজির হলে তাদের নিয়ে সাংবাদিক, চিত্রগ্রাহক ও দর্শণার্থীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। চিত্রগ্রাহকরা যখন ছবি তোলা শুরু করেন তখন সেনসোরি তার গায়ের কালো পশমের কোট খুলে ফেলেন। ওই পোশাকের নিচে আর কোনো পোশাকই ছিল না।

পোশাক খুলে ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়ান সেনসোরি। তবে একটু পরই তিনি ক্যামেরার দিকে ঘুরে দাঁড়ান। সেনসোরিকে রেখে সরে যান ওয়েস্ট। এরপর একাই ক্যামেরার সামনে পোজ দেন সেনসোরি।

এর কিছুক্ষণ পরই নিরাপত্তারক্ষীরা এসে ওয়েস্ট ও সেনসোরিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তারা নিজেদর গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যান