আজ রাতে কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে বসতে যাচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার অষ্টম আসর। তার আগে একই ভেন্যুতে গতকাল অনুষ্ঠিত হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। প্রথমবার আয়োজিত এ অনুষ্ঠানে বাজিমাত করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান
জাঁকজমকপূর্ণ এ আসরে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে তোলা অনেকগুলো ছবিও পোস্ট করেছেন তিনি।
এসব ছবিতে দেখা যায়, রেড কার্পেটে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে সেজেছেন জয়া। জানা যায়, তার পোশাকটি ডিজাইন করেছেন বাংলাদেশের সানায়া চৌধুরী।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান লেখেন, “এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ প্রদান করা হয়। এ পুরস্কারের জন্য সাতবার মনোনয়ন পান জয়া। তবে দুবার আনন্দের হাসি হেসেছেন। অষ্টম আসরেও ‘ভূতপরী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া।