এক বিজ্ঞাপনে বুবলীর ৮ বছর

সিনেমার বাইরে বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৮ সালে তিনি সনক মিত্রের পরিচালনায় তিব্বত লাক্সারী সোপের প্রথমবার বিজ্ঞাপনে মডেল হন তিনি। এরপর আরও অনেক বিজ্ঞাপনে কাজ করেন এ অভিনেত্রী।

সর্বশেষ ২০২৪ সালে ‘যমুনা ফ্রিজ’র বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। কিন্তু গত আট বছর তিনি তিব্বত সোপের বিজ্ঞাপনটিতে টানা কাজ করছেন। সম্প্রতি নির্মিত হয়েছে বিজ্ঞাপনটির নতুন পর্ব।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এই পণ্যটি সম্পর্কে দর্শক বা ক্রেতারা আগে থেকেই জানেন। তাই আবারো বেশ আগ্রহ নিয়েই আমি এর বিজ্ঞাপনে মডেল হয়েছি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

এদিকে কিছুদিন আগে বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’র ঘোষনা দিয়েছেন।