‘আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি’

কান উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ আর বলিউডের ‘খুফিয়া’ কিংবা ওটিটিতে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’- এমন সব বৈচিত্র্যময় কাজ দিয়ে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ (২৮ অক্টোবর) এই অভিনেত্রীর জন্মদিন। ৪০ শেষ করে পা রাখলেন ৪১-এ।

গুণীজনরা বলেন, ‘জীবন কখনও সরলরেখায় চলে না’।

বাঁধনের জীবনেও রয়েছে তেমনি সফলতা-হতাশার গল্প। যা বিশেষ দিনে ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করলেন এই অভিনেত্রী। বাঁধনের কথায়, ‘হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার ৪১তম জন্মদিন! কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! সবসময় তা মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; সম্ভবত সবসময় এর বেশিরভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল, যদিও তা যথাসময়েই এসেছিল। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি এবং আমার ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি, এটা জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়েও আমি বেশ গর্বিত এবং আমি আমার তরে থাকব সবসময়।’

ফেসবুকে নতুন কাজের ইঙ্গিতও দিয়েছেন বাঁধন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি লিখেছেন, ‘যখনই আমি নীরব থেকেছি, সবসময়ই নতুন কিছু এসেছে! যে জন্য অপেক্ষা করুন!’

উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বাঁধন। যদিও বাবার চাকরির সুবাদে রাজবাড়ী, ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় বেড়ে উঠেছেন তিনি।

এদিকে, চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল যে, টালিউড নির্মাতা প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি সিনেমা ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। যদিও সিনেমাটি নিয়ে বিস্তারিত এখনও আড়ালেই রয়েছে।