সিনেমায় অভিনয়ের পাশাপাশি গল্প লেখার চর্চাও করেন নায়িকা ইয়ামিন হক ববি। তার লেখা গল্পে এরইমধ্যে কয়েকটি টেলিফিল্মের কাজ হয়েছে। তবে কোনো সিনেমা হয়নি। বছরখানেক আগে জানিয়েছিলেন একটি সিনেমার গল্প লেখার কাজ তিনি শুরু করেছেন। নাম ‘মাস্টারমাইন্ড’।
এবার জানালেন, সিনেমাটির গল্প লেখার কাজ শেষ করেছেন। বর্তমানে এর শুটিং শুরুর পরিকল্পনা চলছে। নির্মাণ করবেন সৈকত নাসির।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পের প্লট আমার মাথায় আসে করোনার সময়ে, যখন ঘরবন্দী ছিলাম। তারপর লেখার কাজ শুরু করেছি। লেখা অনেক আগেই অবশ্য শেষ করেছি, কিন্তু শুটিং শুরু করতে পারছিলেন না নির্মাতা। এবার ফাইনালি এটির শুটিং শুরু হচ্ছে। এটি অবশ্য ভালো লাগার যে, নিজের লেখা গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে।’
এর গল্প প্রসঙ্গে ববি বলেন, ‘এখনই বলতে চাচ্ছি না। এটুকু বলতে পারি, কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ে এ সিনেমার গল্প।’ নতুন বছর শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে।
সূত্র: যুগান্তর